বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন থাকলেও চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ করেন তিনি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় আয়োজিত ব্রিফিংয়ে ডা. জাহিদ এসব তথ্য দেন।

তিনি জানান, গত ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন। ‘বর্তমানে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। আশা করছি, এ যাত্রায় তিনি সুস্থ হয়ে উঠবেন’-বলেন ডা. জাহিদ। তিনি আরও জানান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড চিকিৎসা চালিয়ে যাচ্ছে। এই বোর্ডে খালেদা জিয়ার পুত্রবধূ চিকিৎসক ডা. জুবায়দাও রয়েছেন। পুরো চিকিৎসা প্রক্রিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে তদারকি করছেন।

ডা. জাহিদ বলেন, আজ যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ মেডিকেল দল আসবে। সমন্বিত চিকিৎসকদের মতামতের ভিত্তিতে লন্ডনে নেওয়ার বিষয় বিবেচনা করা হবে। মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই।

তিনি জানান, চিকিৎসার ক্ষেত্রে সরকার সার্বিকভাবে সহযোগিতা করছে। সেই সঙ্গে দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন তিনি।

ডা. জাহিদ আরো বলেন, বন্ধুপ্রতীম দেশ-যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, ভারতের সরকার ও রাষ্ট্রপ্রধানরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

শেষে তিনি অনুরোধ করেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে, তার দেওয়া ব্রিফকেই একমাত্র সরকারি বক্তব্য হিসেবে বিবেচনা করতে।

Share.
Exit mobile version