সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে বলে জানিয়েছে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড। রোববার (২৩ নভেম্বর) রাতে তার শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমকে ব্রিফিং করেন বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ১২ ঘণ্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অধ্যাপক সিদ্দিকী বলেন, আপনারা জানেন, গত কয়েক মাসে তিনি বারবার অসুস্থ হয়েছেন। একাধিক শারীরিক জটিলতা রয়েছে তার। আজও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, চিকিৎসা জোরদার করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা পর আরও কিছু পরীক্ষা করতে হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া কতদিন হাসপাতালে থাকতে হবে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিষয়টি তার শারীরিক অবস্থার অগ্রগতি ও চিকিৎসার প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে প্রয়োজনীয় পরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়।
মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইফুল ইসলাম, ডা. জিয়াউদ্দিন, ডা. জাফর আহমেদ ও ডা. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।

