বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাকে বিদেশ পাঠানোসহ পরিবারের অনুরোধ অনুযায়ী সরকার প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সরকার দেশবাসীর প্রতি দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

এদিকে বিএনপি চেয়ারপার্সনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে কাতার সরকারের ব্যবস্থাপনায় একটি এয়ার অ্যাম্বুলেন্স আগামী ৯ ডিসেম্বর ঢাকায় আসার অনুমতি চেয়েছে। অনুমতি মিললে এটি পরদিন ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দেবে।

সম্পর্কিত সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া ও বিদেশে নেয়ার প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।

Share.
Exit mobile version