খসড়া ‘Bangladesh Securities and Exchange Commission (Public Offer of Equity Securities) Rules, 2025’ বা ‘আইপিও রুলস–২০২৫’ নিয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ইস্যুয়ার কোম্পানিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে বৈঠকটি শুরু হয়। বৈঠকের সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এতে খসড়া নিয়মাবলির বিভিন্ন ধারা, প্রস্তাবিত পরিবর্তন, বাস্তব প্রয়োগ এবং বাজারে সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অংশগ্রহণকারী ইস্যুয়ার কোম্পানির প্রতিনিধিরা খসড়া আইনের বিভিন্ন ধারা–উপধারা নিয়ে মতামত, পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। এসব মতামত বিবেচনায় নিয়ে নিয়মগুলোকে আরও সময়োপযোগী, বাস্তবসম্মত ও বাজারবান্ধব করার আশ্বাস প্রদান করে কমিশন।
বৈঠকে পুঁজিবাজার সংশ্লিষ্ট নীতি–নির্ধারক, শীর্ষ করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ অনেকে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন— বিএসইসির কমিশনার মো. আলী আকবর, কমিশনার ফারজানা লালারুখ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল, পরিচালক তানভির মোস্তফা, ইলেকট্রোমার্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম ফিরোজ, আকিজ বশির গ্রুপের ফিন্যান্স ডিরেক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, পিএইচপি ফ্যামিলির সিনিয়র নির্বাহী পরিচালক মোস্তফা জামাল হোসেন, ইনসেপ্টা ফার্মার নির্বাহী পরিচালক নাইমুল হুদা, সিটি গ্রুপের আর্থিক ও বিনিয়োগ বিষয়ক পরিচালক রেজা উদ্দিন আহমেদ, ফেয়ার গ্রুপের সিএফও কাজী নাসির উদ্দিন, ডিবিএল গ্রুপের বোর্ড সেক্রেটারি মো. শাহ আলম মিয়া, মেঘনা গ্রুপের সিনিয়র ডিজিএম মো. আফজাল হোসেন, ইলেকট্রোমার্টের সিনিয়র ডিজিএম গোলাম সারওয়ার এবং বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবের রহমান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা।
অংশগ্রহণকারীরা বলেন, ইস্যুয়ার কোম্পানিগুলোর সঙ্গে কার্যকর সংলাপের মাধ্যমে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, অংশগ্রহণ এবং বাজার উন্নয়নের প্রতিশ্রুতি আরও শক্তিশালী হয়েছে।

