বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। চিকিৎসকদের অনুমতি মিললেই এটি বাংলাদেশে এসে তাকে নিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকাস্থ কাতার দূতাবাস।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দূতাবাসের পাবলিক রিলেশনস কর্মকর্তা আসাদ রাহমান।

তিনি জানান, খালেদা জিয়াকে বিদেশে নিতে কাতারের আমির ইতোমধ্যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহারের অনুমোদন দিয়েছেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

আসাদ রাহমান বলেন, ‘আমরা জানতে চেয়েছি-কবে এবং কখন তিনি যেতে চান। সবকিছুই চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। চিকিৎসকদের ক্লিয়ারেন্স পেলেই আমাদের ফ্লাইট ঢাকায় এসে পৌঁছাবে।’

বর্তমানে খালেদা জিয়া রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version