দক্ষিণ-পূর্ব ইউরোপের সমৃদ্ধ দেশ ক্রোয়েশিয়া। আধুনিক ফুটবলের কারণে অগ্রসর এই দেশ সবার কাছে বহুল পরিচিত।

ইউরোপের দেশ হলেও এখানে ইসলামের অগ্রযাত্রা অব্যাহত গতিতে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে ইসলাম ধর্ম ক্রোয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিসেবে পরিচিতি লাভ করেছে।

 

সাম্প্রতিককালে সমগ্র বিশ্বে ইসলাম যখন ক্রমবর্ধমান ও দ্রুত বিকাশমান ধর্ম হিসেবে অগ্রসর হচ্ছে, সে ক্ষেত্রে ক্রোয়েশিয়া মোটেও পিছিয়ে নেই।

ক্রোয়েশিয়ার পরিচিতি : জনসংখ্যা, ভূগোল ও ধর্ম

ক্রোয়েশিয়া আড্রিয়াটিক সাগরের তীরে অবস্থিত। এর উত্তরে হাঙ্গেরি, পূর্বে সার্বিয়া এবং দক্ষিণ-পূর্বে বসনিয়া-হার্জেগোভিনা ও মন্টিনেগ্রোর অবস্থান। দেশটির ইতিহাস বেশ সমৃদ্ধ।

১৯৪১ সালে ক্রোয়েশিয়া যুগোস্লাভিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এর রাজধানী জাগরেব। দেশটির আয়তন ৫৬ হাজার ৫৯৪ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৪৫ লাখ ৮০ হাজার।
ক্রোয়েশিয়ার প্রধান ধর্ম খ্রিস্টধর্ম। দেশটির প্রায় ৭৯ শতাংশ লোক রোমান ক্যাথলিক। জনসংখ্যার ১.৭৫ শতাংশ মাত্র মুসলিম। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ সেন্টারের হিসাব মতে, দেশটিতে বর্তমানে ৭৫ হাজার মুসলমান বাস করে। এই জনসংখ্যার বেশির ভাগ নও-মুসলিম।

Share.
Exit mobile version