সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ গ্রামে শুক্রবার (৩১ অক্টোবর) ধর্মীয় ও সামাজিক পরিবেশে উদ্বোধন করা হয়েছে হাজী মোহাম্মদ ছামুছুদ্দিন এতিমখানা মাদ্রাসা ও মসজিদের নামিরা।
দীর্ঘদিনের প্রত্যাশিত এই ধর্মীয় প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন মরহুম হাজী মোহাম্মদ ছামুছুদ্দিনের বড় ছেলে হাজী কুতুবউদ্দিন, মেজো ছেলে হাজী আশরাফ উদ্দিন ও ছোট ছেলে হাজী শাহাবুদ্দিন।
অনুষ্ঠানে হাজী ছামুছুদ্দিন পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদ কমিটির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক মুসল্লি। উদ্বোধনের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
হাজী আশরাফ উদ্দিন বলেন, আমার পিতা হাজী মো. ছামুছুদ্দিন ছিলেন একজন সমাজসেবক ও দানশীল মানুষ। তাঁর রেখে যাওয়া মানবসেবার আদর্শ আমরা অনুসরণ করছি। এই মসজিদ ও মাদ্রাসা হবে মানুষের কল্যাণে নিবেদিত একটি কেন্দ্র।
তিনি আরও বলেন, আমি আসন্ন মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি জনগণের সেবার উদ্দেশ্যে। সকলের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই আমি এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই।
এ সময় স্থানীয় প্রবীণ সমাজসেবক আব্দুল হালিম বলেন, হাজী আশরাফ উদ্দিনের মতো তরুণ ও শিক্ষিত সমাজসেবক মোগড়াপাড়ার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবেন।
অনুষ্ঠানটি কাবিলগঞ্জে পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়। ধর্মীয় পরিবেশে আয়োজিত এই উদ্বোধন শুধু একটি মসজিদ বা মাদ্রাসার আনুষ্ঠানিকতা নয়-এটি ছিল ঐক্য, ভালোবাসা ও মানবসেবার প্রতিচ্ছবি।

