প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত একটি অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শফিকুল আলম।

তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছে। আমরা এটাকে হুমকি হিসেবে দেখছি না। যে পদক্ষেপটি দেশের জন্য সবচেয়ে উত্তম, প্রধান উপদেষ্টা সেটিই নেবেন।

এ সময় প্রেস সচিব আরও জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের দিন নির্ধারণ করবে।

২৪ সালের গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, স্বৈরাচার পতন ও গণঅভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীরাও রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। এখন আর নারীরা পিছিয়ে নেই, সব ক্ষেত্রেই তারা সমানভাবে প্রতিনিধিত্ব করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই কন্যা ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক ইসমাঈল হোসেন।

Share.
Exit mobile version