সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত করেছেন। ফলে আগামী বুধবার (৩ ডিসেম্বর) থেকে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা আবার শুরু হবে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের স্বার্থেই কর্মবিরতি স্থগিত করা হয়েছে। বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—এ বিষয়টি বিবেচনায় নিয়েই শিক্ষকরা শ্রেণিকক্ষে ও পরীক্ষার দায়িত্বে ফেরার সিদ্ধান্ত নেন।
সংগঠনটি জানায়, পরীক্ষার অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা মানসিক চাপে ছিলেন। দায়িত্ববোধ থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষকরা কর্মসূচি স্থগিত করেছেন। বুধবার থেকে সুষ্ঠুভাবে বার্ষিক পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া ন্যায্য দাবি-দাওয়া দ্রুত সমাধানে সরকারের সক্রিয় উদ্যোগ প্রত্যাশা করেছে সংগঠনটি। যারা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদেরও ধন্যবাদ জানানো হয়।
জানা গেছে, সরকারি মাধ্যমিকের প্রায় সাত শতাধিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চার দফা দাবিতে সোমবার (১ ডিসেম্বর) থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেন। এতে গত দুই দিন ঢাকাসহ বিভিন্ন স্থানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
শিক্ষকদের চার দফা দাবি:
১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ গেজেট প্রকাশ।
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় শূন্যপদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন কার্যকর করা।
৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড অনুমোদন।
৪. ২০১৫ সালের আগের মতো দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বেতন সুবিধা পুনর্বহাল করে গেজেট প্রকাশ।

