বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া ঘোষণা দিয়েছে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওপেনএআই-এ ১০০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগ করবে।

এনভিডিয়া জানিয়েছে, এই বিপুল অঙ্কের বিনিয়োগের মাধ্যমে ওপেনএআই-এর জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন চিপ সরবরাহ করা হবে। এগুলো ব্যবহার করা হবে পরবর্তী প্রজন্মের এআই প্রযুক্তির প্রক্রিয়াকরণ ও ডেটা সেন্টার অবকাঠামো নির্মাণে।

প্রতিষ্ঠানটি এই চুক্তিকে কৌশলগত অংশীদারিত্ব হিসেবে বর্ণনা করেছে। বিশ্লেষকরা বলছেন, এটি বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের অবস্থান আরও শক্তিশালী করবে। কারণ, চীন এ খাতে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্রুত উঠে আসছে।

এর আগে এনভিডিয়া ইন্টেলে ৫ বিলিয়ন ডলার এবং যুক্তরাজ্যের এআই খাতে ২ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছিল।

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেন, ‘এই অর্থায়নের মাধ্যমে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার পরবর্তী যুগে প্রবেশ করতে যাচ্ছি।’

এনভিডিয়া ও ওপেনএআই জানিয়েছে, তারা এরই মধ্যে মাইক্রোসফট, ওরাকল, সফটব্যাংক এবং স্টারগেটসহ একাধিক অংশীদারের সঙ্গে বিশ্বের সবচেয়ে উন্নত এআই অবকাঠামো নির্মাণে কাজ করছে।

তবে যুক্তরাষ্ট্রের এআই খাতে আধিপত্য এখন চ্যালেঞ্জের মুখে। বিশেষ করে চীনের ডিপসিক-আর১ প্রযুক্তির উত্থান যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

এদিকে এনভিডিয়া একদিকে যেমন চীনের প্রতিযোগিতার মুখে, অন্যদিকে যুক্তরাষ্ট্র সরকারের চাপও সামলাতে হচ্ছে। সম্প্রতি চীন অভিযোগ করেছে, এনভিডিয়া দেশটির অ্যান্টি-মনোপলি আইন লঙ্ঘন করেছে। এছাড়া চীনা কর্তৃপক্ষ দেশটির শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এনভিডিয়ার এআই চিপ কেনা বন্ধ করতে বলেছে। এ বিষয়ে সিইও জেনসেন হুয়াং বিবিসিকে বলেন, তিনি এই সিদ্ধান্তে হতাশ। সূত্র: বিবিসি

ম্যাংগোটিভি/ আরএইচ

Share.
Exit mobile version