রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের দুই দিন পর সাজাদুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জায়গীরহাট এলাকার নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাজাদুল ইসলাম জায়গীরহাট বাজারে মোবাইল সার্ভিসিং ব্যবসা করতেন। তাঁর তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত ২০ সেপ্টেম্বর রাতে এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এরপর আর ফিরে আসেননি। খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ ২৪ ঘণ্টা না হওয়ায় সেটি নেয়নি। এমনকি মাইকিং করেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয়রা সোমবার পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সাজাদুলের বাবা শফিকুল ইসলাম বলেন, ‘আমার ছেলে বন্ধুর ফোন পেয়ে বের হয়েছিল। পরে জানতে পারি তাকে পুকুরে মেরে ফেলে রাখা হয়েছে। কেন এমনটা হলো জানি না। আমরা ন্যায়বিচার চাই।’

মা শাবানু বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার একমাত্র ছেলে। অনেক কষ্ট করে মাস্টার্স পড়িয়েছি। কে বা কারা তাকে ডেকে নিয়ে এভাবে হত্যা করল, বুঝতে পারছি না। আমি আমার সন্তানের হত্যাকারীদের বিচার চাই।’

পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। সূত্র: আরটিভি

ম্যাংগোটিভি/ আরএইচ

Share.
Exit mobile version