চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানে গুলিতে মুখ বিকৃত হয়ে আলোচিত হওয়া খোকন চন্দ্র বর্মনকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জন্য মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ১২৫ আসনের প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এই তালিকায় স্থান পান খোকন চন্দ্র বর্মন।

মনোনয়ন পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে বক্তব্য দেন খোকন চন্দ্র। তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এনসিপি আজ আমাকে শেরপুর-২ আসন থেকে এমপি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। একজন সাধারণ কৃষক পরিবারের সন্তানকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে এনসিপি আবারও প্রমাণ করল এটি গণমানুষের দল।’

গণঅভ্যুত্থানে আহত এই তরুণ আরও বলেন, ‘আমার জীবনের এই আনন্দঘন মুহূর্তে দেশবাসীসহ এনসিপির সকল নেতা, কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়াই আমার শক্তি।’

শেষে তিনি সবার প্রতি দোয়া চেয়ে বলেন, ‘ভগবান আমাদের সবাইকে সৎ পথে রাখুন এবং দেশের কল্যাণে কাজ করার তৌফিক দিন।’

Share.
Exit mobile version