একীভূত হতে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের মূলধন একযোগে ‘শূন্য’ ঘোষণা করা হলে সেটি হবে কঠোর ও একতরফা সিদ্ধান্ত-এমন মন্তব্য করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।

সংগঠনটি বলেছে, সাধারণ বিনিয়োগকারীদের নিয়মমাফিক বিনিয়োগ করা মূলধনকে ‘শূন্য’ ঘোষণা করা বিনিয়োগ আস্থার জন্য বড় ধাক্কা হতে পারে। তাই শেয়ারমূল্য নির্ধারণ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের জন্য স্বতন্ত্র ও যুক্তিসংগত মূল্যায়ন কমিটি গঠনসহ তিনটি প্রস্তাব দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমবিএ এসব প্রস্তাব জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক গণমাধ্যম প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে একীভূত হতে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য ‘শূন্য’ হিসেবে গণ্য করার ঘোষণা দেওয়া হয়েছে, যা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বিএমবিএর মতে, সাধারণ শেয়ারহোল্ডারদের মতামত ও সম্মতি ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া কোম্পানি আইন ১৯৯৪-এর চেতনার পরিপন্থী এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করতে পারে।

সংগঠনটির তিনটি প্রস্তাব: ১. শেয়ারমূল্য নির্ধারণ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের জন্য স্বতন্ত্র ও যুক্তিসংগত মূল্যায়ন কমিটি গঠন। ২. চূড়ান্ত সিদ্ধান্তের আগে শেয়ারহোল্ডারদের মতামত ও ব্যাখ্যা উপস্থাপনের সুযোগ দেওয়া।
৩. আন্তর্জাতিক মানদণ্ডে ক্ষতিপূরণ বা সমন্বিত সমাধান কাঠামো বিবেচনা করা।

বিএমবিএ আশা প্রকাশ করেছে, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারক সংস্থাগুলো বিষয়টি মানবিক ও অর্থনৈতিক বাস্তবতার আলোকে পুনর্বিবেচনা করবে, যাতে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের ন্যায্য অধিকার দুটোই সংরক্ষিত থাকে।

Share.
Exit mobile version