রাজধানীর উত্তরায় একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ সেক্টরের ১১ নম্বর ব্লকের ১৮ নম্বর সড়ক এলাকার ওই ভবনে আগুন লাগে। খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের সময় বাসার ভেতরে থাকা তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যরা ১৩ জনকে জীবিত উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছেন।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানান তিনি।

Share.
Exit mobile version