ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খাঁন ‘গ্লোবাল এনআরবি অ্যাওয়ার্ডস-২০২৫’-এ ‘লাইফটাইম এক্সিলেন্স ইন ইসলামী ব্যাংকিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। ইসলামী ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অসামান্য অবদান ও কার্যকর নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

আন্তর্জাতিক প্রবাসী দিবস উপলক্ষে গত ৩০ ডিসেম্বর রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন তিনি। এনআরবি ওয়ার্ল্ডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে আগত প্রবাসী উদ্যোক্তা, শিল্পপতি, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, শিক্ষক ও আইটি পেশাজীবীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনামসহ বিভিন্ন দেশের প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা। আয়োজকরা জানান, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, নৈতিক ব্যাংকিং চর্চা এবং নেতৃত্বের ক্ষেত্রে মো. ওমর ফারুক খাঁনের অবদান আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত হওয়ায় তাকে এই আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।

পুরস্কার গ্রহণকালে মো. ওমর ফারুক খাঁন বলেন, এই সম্মাননা তাকে ইসলামী ব্যাংকিং খাতের উন্নয়নে আরও দায়িত্বশীল ও উৎসাহিত করবে। তিনি এ অর্জনের জন্য সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানান।

Share.
Exit mobile version