ইষ্টার্ন কেবলস্ লিমিটেড (ইসিএল)-এর ২০২৪-২৫ অর্থবছরের ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের সম্মেলন কক্ষে এ সভা হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ও ইষ্টার্ন কেবলস্ লিমিটেডের কোম্পানি বোর্ডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনোয়ারুল আলম (অতিরিক্ত সচিব)।

বার্ষিক সাধারণ সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক, কোম্পানি সচিব, শেয়ারহোল্ডার এবং অন্যান্য অতিথিরা সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন অনেক শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্টরা।

সভায় ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন, নিরীক্ষা প্রতিবেদন গ্রহণসহ কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় চেয়ারম্যান কোম্পানির সামগ্রিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং শেয়ারহোল্ডারদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version