আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণের সঙ্গে থাকতে চান বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে নিজের দেশে ফেরার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ‘কিছু সঙ্গত কারণে এখনো হয়তো দেশে ফেরা হয়ে ওঠেনি। তবে সময় তো চলেই এসেছে মনে হয়। ইনশাআল্লাহ, দ্রুতই ফিরে আসব।’

সোমবার (৬ অক্টোবর) প্রকাশিত প্রায় ৫০ মিনিটের ওই সাক্ষাৎকারের প্রথম পর্বে উপস্থাপক তাকে প্রশ্ন করেন- শেখ হাসিনা সরকারের পতনের পরও কেন তিনি দেশে ফেরেননি এবং কবে ফিরবেন?

এর জবাবে তারেক রহমান বলেন, ‘শারীরিকভাবে আমি এই দেশে (ব্রিটেনে) রয়ে গেলেও মন-মানসিকতার দিক থেকে বিগত ১৭ বছর ধরে বাংলাদেশেই আছি। তবে সময় তো চলে এসেছে মনে হয়, ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।’

নির্বাচনের আগেই দেশে ফেরার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনীতি যখন করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলি- নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দল ও কর্মীর ওতপ্রোত সম্পর্ক। যেখানে জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচন থেকে কীভাবে দূরে থাকব? আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই নির্বাচনে জনগণের সঙ্গে থাকার।’

তারেক রহমানের দেশে না ফেরার পেছনে নিরাপত্তা শঙ্কা আছে কিনা-এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিভিন্ন ধরনের শঙ্কার কথা আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে শুনেছি। সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে।’

Share.
Exit mobile version