২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। এটি তার তৃতীয় দফায় আমির পদে নির্বাচিত হওয়া।

শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

রোববার (২ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ এ তথ্য জানায়।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের (সদস্যদের) নিকট থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ভোট গণনা শেষে সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান আবারও সংগঠনের সর্বোচ্চ পদে নির্বাচিত হন।

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান ২০১৯ সালেও জামায়াতের আমির হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং এরপর ২০২৩-২৫ মেয়াদেও তিনি একই দায়িত্বে ছিলেন।

Share.
Exit mobile version