ভালো নেই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। প্রায় সাত মাস ধরে অসুস্থ তিনি। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই কিংবদন্তি অভিনেতা। এতে উদ্বিগ্ন হয়েছেন চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরাও।
জনপ্রিয় খল অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়াস কাঞ্চনের প্রতি ভালোবাসা ও দোয়া জানিয়ে একটি পোস্ট দিয়েছেন।
আজ রোববার (১২ অক্টোবর) নিজের ফেসবুকে ডিপজল লিখেছেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাই অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন। তার জন্য কোটি মানুষের দোয়া, মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং আগের মতো উদ্যমী, প্রাণবন্ত রূপে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। ভালোবাসা ও প্রার্থনায় আমরা আছি তার পাশে।’
দেশে টিউমার ধরা পড়ার পর পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়। শুরুতে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা নেন তিনি। দীর্ঘ তিন মাস পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
তবে চিকিৎসকদের বরাতে পরিবার জানিয়েছে, পুরো টিউমার অপসারণ সম্ভব হয়নি। জীবনের ঝুঁকি এড়াতে টিউমারের একটি অংশ অপসারণ করা হয়েছে। বাকি অংশ ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।
বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অন্যতম নায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানিয়েছেন সহকর্মীরা ও ভক্তরা।

