নির্বাচনি মাঠে নতুন প্রার্থীদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, অতীতে তিনি অনেক শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছেন, বর্তমান প্রতিদ্বন্দ্বীরা তার কাছে ‘বাচ্চা ছেলে’। তিনি প্রত্যাশা করেন, সবাই যেন নির্বাচনে আইন মেনে চলে এবং ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে, আল্লাহর নাম নেয়। কিন্তু আমার এখানে এমন একজন প্রার্থী আছেন, যিনি প্রথমেই আমার নাম নেন। অতীতে এর চেয়েও অনেক শক্ত প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছি, কিন্তু আমরা কেউ কারও বিরুদ্ধে বিষোদগার করিনি।’

তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে সারাদিন তার নামে অকথ্য ভাষায় কথা বলা হচ্ছে এবং তাকে উত্তেজিত করার চেষ্টা চলছে। ‘ওরা বুঝেনি, আমি জীবনে বহু নির্বাচন মোকাবিলা করে এসেছি। আবারও বলছি, ওরা বাচ্চা ছেলে—আমার সন্তানের মতো,’ বলেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, তিনি জনগণের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করেন জনগণই সঠিক সিদ্ধান্ত নেবে। নির্বাচনকে কেন্দ্র করে যে উচ্ছ্বাস ও আবেগ সৃষ্টি হয়েছে, তার প্রতিফলন ১২ ফেব্রুয়ারি দেখা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনী পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো আছে। তবে কিছু প্রার্থীর কার্যকলাপ ও আচরণে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ আভাস পাওয়া যাচ্ছে। তার ভাষ্য, “নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টা চলছে। একটি বিশেষ গোষ্ঠী কিছু লোককে জয়ী করার জন্য পাগল হয়ে গেছে।’

Share.
Exit mobile version