দেশের পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নতুন এই ব্যাংকটি পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা চালু করবে।
সোমবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, সদ্য গঠিত দেশের সবচেয়ে বড় সরকারি ইসলামী ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়াকে।
নতুন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠিত হয়েছে পাঁচটি ব্যাংক একীভূত করে। এগুলো হলো-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দুর্বল ব্যাংকগুলোকে স্থিতিশীল করা, আর্থিক খাতে স্বচ্ছতা ও শক্তিশালী শাসনব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে এই একীভূতকরণ করা হয়েছে।
