জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই সম্পদের অর্থ শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করবে রাষ্ট্র।
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আদালত শেখ হাসিনার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই প্রমাণিত বলে ঘোষণা করেছেন।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে, আসামি থেকে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামুনই ছিলেন এ মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে আইনজীবী ছাড়াও জুলাই–আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের দাবি, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী সব অপরাধের পরিকল্পনাকারী, হুকুমদাতা ও সর্বোচ্চ নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। আদালতের রায়ে সেই অভিযোগই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।
