সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা অনুযায়ী ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টার পর থেকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন। শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিলের মাধ্যমে অবস্থান কর্মসূচিতে যোগ দেন।
অবস্থানকারী শিক্ষার্থীরা ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা চলবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না’ ইত্যাদি স্লোগান দেন। তাদের এই কর্মসূচির কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয় অভিমুখী সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। পুলিশ এই সড়কে ব্যারিকেড বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা দেওয়া হলেও এখনও অধ্যাদেশ জারি হয়নি। তারা দাবি করেন, আজই অধ্যাদেশ জারি না হলে আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন।
গত ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
শিক্ষার্থীদের অবস্থান ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থান নিয়েছে। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।
ম্যাংগোটিভি/আরএইচ
