দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে ৩১.৮৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১০ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১০ ডিসেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১,৮৯০.০৭ মিলিয়ন ডলার। আর আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৭,২২৪.৪২ মিলিয়ন ডলার।
এর আগে ১ ডিসেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩১,২০৫.৬৪ মিলিয়ন ডলার, এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬,৫১০.৬৪ মিলিয়ন ডলার। অর্থাৎ দুই হিসাবেই রিজার্ভে বৃদ্ধি দেখা গেছে।
নিট রিজার্ভ নির্ধারণে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করা হয়, যেখানে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়া হয়।
ম্যাংগোটিভি /আরএইচ
