পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জনগণ রাজনৈতিক সরকারের শাসনব্যবস্থার সঙ্গে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে, নীতিনির্ধারণে কিছু ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষে যথাযথ পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়।
তিনি বলেন, দেখবেন সবখানে ছয় লেনের হাইওয়ে চাইবে। আপনি হয়তো বলবেন ছয় লেনের হাইওয়ে করতে গেলে এখান থেকে বন কাটা যাবে। অন্যদিকে, ওই এলাকার মানুষ সড়ক অবরোধ করে রাখবে। যতক্ষণ না পর্যন্ত ছয় লেনের রাস্তার ঘোষণা না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত ওরা সড়ক থেকে সরবে না। তখন আমাদের মতো সরকার দাঁড়িয়ে কি করবে? রাজনৈতিক সরকার যা পারে আমরা তা করতে পারি না। এভাবে অভ্যস্ত হয়ে গেছে। মানুষ এভাবে শাসিত হতে হতে অভ্যস্ত হয়ে গেছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ সামরিক জাদুঘরে আয়োজিত বাংলাদেশ এনার্জি কনফারেন্স ২০২৫–এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, এখন দেখি ১০০ একরের নিচে কোনো বিশ্ববিদ্যালয় জমি নিতে চায় না। কিন্তু আমাদের তো এত জমি দেওয়ার সক্ষমতা নেই। শিক্ষার্থীদের মাঝে ‘হাইপ’ তোলা হয়, কিন্তু বাস্তবতা ভিন্ন।
এনার্জি কনফারেন্সে উপদেষ্টা আরও জানান, সব সরকারি অফিসের ছাদে কার্যকর সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, শো-পিস হিসেবে নয়, কার্যকর সোলার প্যানেল বসাতে হবে। যেসব মন্ত্রণালয়ের আর্থিক সক্ষমতা আছে, তাদের অর্থ বিভাগ তহবিল ছাড় করবে।
উপদেষ্টা জানান, নির্বাচনমুখী সরকার হিসেবে পুরো মেয়াদে নয়, মাত্র এক বছর তারা কাজ করার সুযোগ পেয়েছেন। ‘নীতিতে যতটুকু পরিবর্তন সম্ভব মনে হয়েছে, আমরা তা এনেছি,’ বলেন তিনি।
বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে তৃতীয়বারের মতো শুরু হয়েছে বাংলাদেশ এনার্জি কনফারেন্স ২০২৫। বিডাব্লিউজিইডি আয়োজিত এই সম্মেলনে নবায়নযোগ্য জ্বালানি–সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, দ্বিপাক্ষিক সংস্থা, এনজিও, গণমাধ্যম ও সিভিল সোসাইটি সংগঠনসহ বিভিন্ন অংশীজন অংশ নিচ্ছে।
এবারের কনফারেন্সে খাতসংশ্লিষ্ট ৩০০-এর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করছেন।
ম্যাংগোটিভি / আরএইচ
