বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দল ক্ষমতায় এলে মেগা প্রজেক্টের দিকে আর না গিয়ে স্কিল ডেভেলপমেন্ট ও মানবসম্পদ উন্নয়নে বেশি বিনিয়োগ করা হবে। তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ গড়তে হলে পুরোনো মডেল থেকে বেরিয়ে এসে এমন মডেলে যেতে হবে, যার সুফল প্রতিটি নাগরিক পাবে। কোনো বিশেষ গোষ্ঠীর কাছে অর্থনীতি জিম্মি রাখা হবে না।’
শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে ফরিদপুর বিভাগের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘বিনিয়োগ হবে স্কিল ডেভেলপমেন্টে। শিক্ষায় পরিবর্তন আনতে হবে। জনগণের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনাও আমাদের রয়েছে। এজন্য বিনিয়োগ বাড়াতে হবে, নতুন ইনস্টিটিউশন তৈরি করতে হবে। এগুলোর কিছুই নতুন আবিষ্কার নয়—বিশ্বের বহু দেশেই এই মডেল সফলভাবে চলছে। আমাদের শুধু সেগুলো থেকে শিখে প্রয়োগ করতে হবে।’
ব্যবসা পরিচালনায় জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা রেস্টুরেন্ট করতে গেলেও ১৯টি অনুমতি নিতে হয়। এভাবে ব্যবসা এগোতে পারে না। সরকারি বিভিন্ন পর্যায়ে যেসব অনুমোদন প্রয়োজন, তা ১৫ দিনের মধ্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা, ঘুষ-দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি।’
ক্যাপিটাল মার্কেট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের ক্যাপিটাল মার্কেটকে বড় করতে হবে। এ বিষয়ে আমাদের বড় পরিকল্পনা আছে। অনেকেই বিনিয়োগ করতে চান, কিন্তু তারা বলছেন-পরিবেশটা আগে ঠিক করতে হবে।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাজনীতি আর আগের মত চলবে না। আমরা এবার যাদের সমস্যা তাদের কাছে ছুটে যাব। আর এ কারণেই প্রতিটি বিভাগে আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসে কথা বলছি।’ তিনি জানান, বিএনপি আর মেগা প্রজেক্টের দিকে যাবে না, বরং জনগণকে নিজ এলাকায় বসে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবে। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক সুফল যেন শুধু ঢাকা বা চট্টগ্রাম কেন্দ্রিক কিছু গোষ্ঠীর কাছে পুঞ্জীভূত না থাকে, সেজন্য বিএনপির নতুন স্লোগান হলো তারেক রহমানের অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করা। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণ করার সুযোগ নিশ্চিত করতে হবে। এটা লেভেল পেলিং ফিল্ড সৃষ্টি করতে হবে, যে অর্থনীতিতে সবাই অংশগ্রহণ করতে পারবে।
ব্যবসাবান্ধব দেশ গড়তে নীতির পরিবর্তনের ওপর জোর দিয়ে আমীর খসরু বলেন, আগামী দিনের বাংলাদেশে আমরা যে পরিবর্তনের কথা বলছি, তা আমূল পরিবর্তন, ছোটখাটো কোনো পরিবর্তন নয়। এ পরিবর্তনের মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। এছাড়াও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রাশেদ আল মাহমুদ, বিএস জুটমিলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া, বিজিএমইএর সাবেক সভাপতি এসএম ফজলুল হকসহ ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ী নেতৃবৃন্দ।
