রাজধানীর বংশালে ভূমিকম্পের ফলে একটি আটতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পের সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল ছিল বংশালের কসাইটুলি এলাকা।
ভূমিকম্পের পরপরই ভবনের পঞ্চম তলার রেলিং ভেঙে নিচে পড়ে তিনজন পথচারীর ওপর। তারা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।
বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ গণমাধ্যমকে জানান, রেলিং ধসে পড়ার ঘটনায় নিহত তিনজনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে অবস্থান করছে।
স্থানীয়রা জানান, ভূমিকম্প শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ভবনটির রেলিং হঠাৎ নিচে পড়ে যায়। নিহতরা সড়ক দিয়ে হাঁটছিলেন।
উল্লেখ্য, সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকা।
