শোবিজ দুনিয়ার সব হিসাব পাল্টে দিয়ে বলিউড তারকা শাহরুখ খান এখন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা। চলচ্চিত্র জগতে ৩৩ বছরের দীর্ঘ ও সফল যাত্রার পর ‘বলিউডের বাদশাহ’ অবশেষে বিলিয়নিয়ারের মুকুট পরলেন। খবর দ্য হিন্দুস্তান টাইমস।
হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে বিস্ময়কর ১.৪ বিলিয়ন মার্কিন ডলার বা ১২ হাজার ৪৯০ কোটি রুপি। এর মাধ্যমে ৫৯ বছর বয়সী এ সুপারস্টার শুধু ভারতের সবচেয়ে ধনী তারকাই নন, বরং বিশ্বের সব অভিনেতাকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছেন।
আন্তর্জাতিক তারকাদেরও ছাড়িয়ে গেছেন
এই অর্জনের মাধ্যমে কিং খান পেছনে ফেলেছেন পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার) ও কৌতুকশিল্পী জেরি সাইনফিল্ডকেও (১.২ বিলিয়ন ডলার)। হুরুন রিপোর্টে বলা হয়েছে, গত বছর শাহরুখের সম্পদ ছিল ৮৭০ মিলিয়ন ডলার, যা এক বছরের ব্যবধানে বেড়ে ১.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
সম্পদের উৎস
শাহরুখ খানের সম্পদের মূল ভরসা তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট, ভিএফএক্স স্টুডিও, বিশ্বজুড়ে বিভিন্ন ক্রিকেট দলে বিনিয়োগ এবং মধ্যপ্রাচ্যে তাঁর নানা ব্যবসায়িক অংশীদারিত্ব।
ভারতের ধনী তারকাদের তালিকা
ভারতের ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখের অবস্থান আরও মজবুত হলো। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার জুহি চাওলা ও তাঁর পরিবার (সম্পদ ৭৭৯০ কোটি রুপি)। তৃতীয় স্থানে আছেন অভিনেতা হৃত্বিক রোশন (সম্পদ ২১৬০ কোটি রুপি)।
বলিউডের ‘বাদশাহ’র মুকুটে নতুন পালক
শাহরুখ খানের এই অর্জন আবারও প্রমাণ করলো, কেন তাঁকে ‘বলিউডের বাদশাহ’ বলা হয়। তিনি শুধু বক্স অফিসেরই সম্রাট নন, সম্পদের নিরিখেও এখন আন্তর্জাতিক মানের তারকাদের শীর্ষে পৌঁছে গেছেন।
