জুলাই গণহত্যা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে যে সাক্ষ্য-প্রমাণ এসেছে, তা দেখলে বিশ্বের যেকোনো আদালতই শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি দাবি করেন, ট্রাইব্যুনালে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে যে অভিযুক্তরা জুলাই অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় রোটেক্স ফাউন্ডেশনের আয়োজনে কর্মমুখী শিক্ষা, পরিবেশ উন্নয়ন ও স্বধর্মীয় মূল্যবোধ চর্চা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার যেমন শিক্ষার উন্নয়নে কাজ করছে, তেমনি আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও মনোযোগ দিচ্ছে। নিরপরাধ মেজর সিনহা হত্যা মামলার বিচার এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায়কে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এসব মামলায় ন্যায়বিচার নিশ্চিত করেছে।
জুলাই গণহত্যা মামলার প্রসঙ্গে মো. আসাদুজ্জামান আরও বলেন, ট্রাইব্যুনালের রায়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো-শেখ হাসিনার নির্দেশে মাত্র ২০ দিনে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। ৩০ হাজার মানুষ চোখ, হাত, পা হারিয়েছে। পঙ্গুত্ব বরণ করেছে। সমালোচকরা কি এসব দেখেননি?
তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের রায় নিয়ে যাঁরা সমালোচনা করছেন, তাঁরা বাস্তবতা বুঝতে চান না। শেখ হাসিনা আমার কাছে মুখ্য নয়, বরং সত্য ও বিচারই মুখ্য, মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও রোটেক্স ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের শিক্ষক সৈয়দা আতিকুর নাহার এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
