জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওর সাংবাদিক মেহদি হাসানের সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো হিন্দু-বিরোধী সহিংসতা নেই। বর্তমানে ভারতের বিশেষত্ব হলো ভুয়া খবর ছড়ানো।’
ড. ইউনূস সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্ব, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের মতো বিভিন্ন বিষয়েও মন্তব্য করেছেন।
গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ায় তিনি অনিচ্ছাসত্ত্বেও মেনে নিয়েছেন জনগণের সিদ্ধান্ত, এবং উচ্ছ্বসিত আন্দোলনকারীদের উৎসাহে তার সিদ্ধান্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।
ম্যাংগোটিভি/আরএইচ
