প্রায় ২২০ কোটি টাকা বেশি ঋণ খেলাপের অভিযোগে নূর জামাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান রুপা জামান ও ব্যবস্থাপনা পরিচালক এস. এম. জামাল হোসেনের দেশত্যাগে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
ঢাকার অর্থঋণ আদালত-৬-এর বিচারক হাসান জামান মঙ্গলবার (৭ অক্টোবর) ট্রাস্ট ব্যাংকের দায়ের করা মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালতের নথি অনুযায়ী, আসামিরা ট্রাস্ট ব্যাংক থেকে ১৭৬ কোটি ২৮ লাখ ৪৯ হাজার ৮৮১ টাকা ৮৯ পয়সা ঋণ নিয়েছিলেন, যা এখনও পরিশোধ করেননি। ঋণ ও সুদসহ মোট বকেয়া ২১৯ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ৫৪ টাকা ৭৬ পয়সা। ব্যাংকের পক্ষের দাবিতে, আসামিরা ঋণ পরিশোধে অনাগ্রহী এবং বিদেশে পালানোর চেষ্টা করছেন।
বিচারক পর্যবেক্ষণ করেছেন, আসামিরা দেশে না থেকে বিদেশে গেলে ব্যাংকের পাওনা আদায় অনিশ্চিত হয়ে যাবে। তাই আদালত তাদের দেশত্যাগে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন। এছাড়া আদালত ১৫ দিনের মধ্যে আসামিদের স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নোটিশ দিয়েছেন, কেন তাদের স্থায়ীভাবে বিদেশযাত্রা নিষিদ্ধ করা হবে না।
উল্লেখ্য, নূর জামাল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ব্যবসা পাট, কৃষিপণ্য ও খাদ্যপ্রক্রিয়াজাত শিল্পে কার্যক্রম পরিচালনা করছে।
ম্যাংগোটিভি/আরএইচ
