আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ৮ রানের জয় তুলে নিয়ে এশিয়া কাপে সুপার ফোরে ওঠার আশা টিকিয়ে রেখেছে বাংলাদেশ। আবুধাবিতে সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচে নাসুম আহমেদ, তানজিদ তামিম ও মুস্তাফিজুর রহমানদের নৈপুণ্যে মরুর বুকে উড়েছে লাল-সবুজ বিজয়ের কেতন।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও শেষ পাঁচ ওভারে মাত্র ৩৫ রান যোগ করতে পারে বাংলাদেশ। ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে সংগ্রহ দাঁড়ায় ১৫৪। ব্যাট হাতে ওপেনার তানজিদ তামিম খেলেন ৩১ বলে ঝলমলে ৫২ রানের ইনিংস। তবে সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ধীরগতির ব্যাটিং কিছুটা চাপে ফেলে দলকে।
তবে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের পথ খুঁজে পায় টাইগাররা। স্পিন আক্রমণে শুরুতেই সাফল্য এনে দেন নাসুম আহমেদ। ইনিংসের প্রথম ওভারেই দুটি উইকেট তুলে নেন তিনি। পরবর্তীতে রিশাদ হোসেন ফেরান আফগানদের ভয়ংকর ব্যাটার গুরবাজকে। শেষদিকে মুস্তাফিজ-তাসকিনের নৈপুণ্যে নির্ধারিত লক্ষ্য থেকে ৮ রান দূরে থেমে যায় আফগানিস্তানের ইনিংস।
এই জয়ের ফলে সুপার ফোরে ওঠার আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ। এখন আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে লিটন দাসদের। আফগানরা হারলে নিশ্চিত হবে বাংলাদেশের পরবর্তী রাউন্ডের টিকিট, তবে আফগানিস্তান জিতলে রানরেটের সমীকরণে নামতে হবে টাইগারদের।
আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো আফগানিস্তানকে হারিয়ে মরুভূমিতে লাল-সবুজ পতাকা উড়িয়েছে টাইগাররা। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস বলেন, এই জয় আমাদের জন্য স্বস্তির। দল হিসেবে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি।
