দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো বান্দরবানের বিখ্যাত কেওক্রাডং পর্বত। আজ বুধবার (১ অক্টোবর) থেকে পর্যটকরা নতুন শর্তসাপেক্ষে ভ্রমণ করতে পারবেন দেশের অন্যতম উঁচু এই পাহাড় চূড়ায়।
বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি সম্প্রতি এক গণবিজ্ঞপ্তি জারি করে কেওক্রাডং ভ্রমণের জন্য ছয় দফা শর্ত আরোপ করেছেন।
ভ্রমণে ছয় শর্ত
১. রুমা উপজেলার যেসব পর্যটন কেন্দ্র উন্মুক্ত ঘোষণা করা হয়েছে, শুধুমাত্র সেখানে ভ্রমণের অনুমতি থাকবে। অন্য কোথাও যাতায়াত নিষিদ্ধ।
২. জেলা ও উপজেলা প্রশাসনের নিবন্ধিত ট্যুর গাইড ছাড়া ভ্রমণ করা যাবে না।
৩. পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট ও পর্যটন তথ্যসেবা কেন্দ্রে চাহিদা অনুযায়ী তথ্য প্রদান বাধ্যতামূলক।
৪. নির্দেশনা অমান্য করলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।
৫. পাহাড়ি রাস্তায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। পর্যটকবাহী গাড়ি উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে চলাচল করবে।
৬. অযাচিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পর্যটন সংস্থার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে পুনরায় নিষেধাজ্ঞা জারি করা হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা আইন-শৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির ২১ সেপ্টেম্বরের সভা, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তার চিঠি এবং বান্দরবান রিজিয়নের সেনানিবাস থেকে প্রেরিত সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশের দ্বিতীয় সর্বোচ্চ চূড়া কেওক্রাডং দীর্ঘদিন ধরেই পাহাড়ি সৌন্দর্যপ্রেমী পর্যটকদের কাছে জনপ্রিয়। তবে নিরাপত্তাজনিত কারণে এটি প্রায় দুই বছর বন্ধ ছিল।
