দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের ব্যবহৃত অবকাঠামো।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’ ছিল প্রধান লক্ষ্যবস্তু। এখান থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করত বলে দাবি তাদের।
২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বৈরুতে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই বোমাবর্ষণ করে দখলদার বাহিনী।
ইসরায়েল জানায়, হিজবুল্লাহর ‘হুমকি দূরীকরণ’ লক্ষ্যেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী পাঁচটি প্রধান স্থানে এখনো ভারী সেনা মোতায়েন করে রেখেছে দেশটি।
এদিকে ধারাবাহিক হামলার কারণে লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে। অতিরিক্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি। সূত্র: টাইমস অব ইসরায়েল
ম্যাংগোটিভি /আরএইচ
