রাজধানীজুড়ে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দিনজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। দেখে নিন গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচির তালিকা-
বিএনপির কর্মসূচি
দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন।
দুপুর আড়াইটায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে দলের সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা।
বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে তাঁতি দলের আয়োজনে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা; প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বিকেল ৩টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের আলোচনা সভা; এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
এনসিপির কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সমবায় ব্যাংক ভবনের সামনে জেলা কার্যালয় উদ্বোধন ও মতবিনিময় করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
জুলাই ঐক্যের কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন—‘খুনি হাসিনার রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও বর্তমান পরিস্থিতি’ বিষয়ে।
অন্যান্য কর্মসূচি
সন্ধ্যা ৬টায় লা মেরিডিয়ান হোটেলের স্কাই বলরুমে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) আয়োজিত জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন এবং ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান।
সারাদিনব্যাপী এসব কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে।
