দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। সর্বশেষ ২৪ ঘণ্টায় দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, এবং ৭১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২১৭ জন এবং শনাক্ত রোগীর সংখ্যা ৫১,৪০৪ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম জানায়, বরিশাল বিভাগে ১৩১, চট্টগ্রামে ৭০, ঢাকা বিভাগে ১৪২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৪, খুলনায় ৪১, ময়মনসিংহে ৩৪, রাজশাহীতে ৩২ ও রংপুরে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।
মৃত দুজনের মধ্যে একজন ঢাকা উত্তর ও একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ৬৬৬ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৪৮,৬৬৭ জন।
