দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১০ জন রোগী।
সোমবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৮৪ জনে এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৯৫ হাজার ১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ৫২ জন, চট্টগ্রামে ১২২ জন, ঢাকায় ৮১ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০২ জন, খুলনায় ৩১ জন, ময়মনসিংহে ২৬ জন, রাজশাহীতে ১৭ জন, রংপুরে দুইজন ও সিলেটে ছয়জন রয়েছেন।
গত এক দিনে যে দুজনের মৃত্যু হয়েছে, দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।
এদিকে ২৪ ঘণ্টায় ৫৯৩ জন রোগী হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছর মোট সুস্থ হয়েছেন ৯২ হাজার ৬১৮ জন।
তথ্য বলছে, গত বছর ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। আর ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শীতকালেও ডেঙ্গুর প্রভাব বজায় থাকায় সতর্কতা, পরিচ্ছন্নতা ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
