টাকার বিপরীতে আবারও বেড়েছে মার্কিন ডলারের দাম। সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে আজ বুধবার (২২ অক্টোবর) এক ডলারের বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৬০ পয়সা থেকে ১২২ টাকা ৭৫ পয়সা—যা গত সপ্তাহের সর্বোচ্চ ১২২ টাকা ৩০ পয়সার চেয়ে বেশি।
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংক তুলনামূলক বেশি দামে ডলার কেনা, আমদানি এলসি খোলার পরিমাণ বেড়ে যাওয়া এবং বৈদেশিক মুদ্রার সংকটের মতো একাধিক কারণে ডলারের দাম বাড়ছে।
আজ সোনালী ব্যাংকে এক ডলারের বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৬০ পয়সা, ক্রয়মূল্য ১২১ টাকা ৬০ পয়সা। অন্যদিকে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিক্রয়মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা এবং ক্রয়মূল্য ১২১ টাকা ৭৫ পয়সা।
এ ছাড়া অন্যান্য ব্যাংকেও বিক্রয় ও ক্রয়মূল্যে সামান্য ওঠানামা দেখা গেছে, যা ১২২ টাকা ৬০ পয়সা থেকে ১২২ টাকা ৭৫ পয়সার মধ্যে ঘোরাফেরা করছে।
অর্থবিশ্লেষকদের মতে, ডলারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা আন্তঃব্যাংক বিনিময় হারেও প্রভাব ফেলছে, যা আমদানি খরচ বাড়ানোর পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও চাপ সৃষ্টি করতে পারে।
