অন্তর্বর্তী সরকার নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে। ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে এই দুই চ্যানেলকে সম্প্রচারের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
সূত্র জানায়, গত ২৪ জুন ‘নেক্সট টিভি’র অনুমোদন দেওয়া হয়। এটি ৩৬ মিডিয়া লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত, যার ব্যবস্থাপনা পরিচালক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আরিফুর রহমান তুহিন। প্রতিষ্ঠানের কার্যালয় পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেনে অবস্থিত।
আরিফুর রহমান তুহিন বর্তমানে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একটি ইংরেজি দৈনিকের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
অন্যদিকে, ১৪ জুলাই অনুমোদন পেয়েছে ‘লাইভ টিভি’। এই চ্যানেলটির মালিকানায় রয়েছে মিনার্ভা মিডিয়া লিমিটেড, যার কর্ণধার আরিফুর রহমান। প্রতিষ্ঠানটির ঠিকানা—১৪৩ নম্বর সড়ক, গুলশান-১।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে প্রায় ছয় বছর আগে পড়াশোনা শেষ করেন আরিফুর রহমান। ছাত্রজীবনে তিনি একটি ইংরেজি দৈনিকের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ছিলেন। যদিও তিনি নাগরিক কমিটির সদস্য ছিলেন, পরে এনসিপিতে যোগ দেননি।
লাইসেন্স প্রাপ্তির বিষয়ে আরিফুর রহমান বলেন, ‘কাগজপত্র-সংক্রান্ত আরও কিছু কাজ বাকি আছে। আশা করছি, আগামী বছর সম্প্রচারে যেতে পারব।’ বিনিয়োগের উৎস নিয়ে প্রশ্নে তিনি জানান, তার সঙ্গে একাধিক বিনিয়োগকারী রয়েছেন।
এছাড়া অন্তর্বর্তী সরকার একটি ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপি টিভি)—‘চেঞ্জ টিভি প্রেস’-এরও অনুমোদন দিয়েছে। এর প্রতিষ্ঠাতা সাংবাদিক আমিরুল মোমেনীন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ২৮টি টেলিভিশন লাইসেন্স দেওয়া হয়েছিল, যার বেশিরভাগই সরকার-ঘনিষ্ঠ ব্যবসায়ী, সাংবাদিক ও রাজনীতিবিদদের হাতে গেছে। অন্তর্বর্তী সরকারও সেই একই প্রক্রিয়ায় নতুন দুটি চ্যানেলের অনুমোদন দিয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আগের প্রথা অনুযায়ী নতুন টিভির অনুমোদন দেওয়া হয়েছে। তবে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজ চলছে।’
বর্তমানে দেশে অনুমোদিত ৫০টি বেসরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে। এর মধ্যে ৩৬টি পূর্ণ সম্প্রচারে, ১৪টি সম্প্রচারের অপেক্ষায়। এছাড়া ১৫টি আইপি টিভি অনুমোদিত রয়েছে, এবং আরও কয়েকটি আবেদন প্রক্রিয়াধীন।
ম্যাংগোটিভি/আরএইচ
