টিকটকে চালু হলো নতুন ফিচার ‘স্টেম ফিড’, যুক্ত হলো বাংলাদেশেও
টিকটক বাংলাদেশে চালু করেছে নতুন একটি ফিচার ‘স্টেম ফিড (STEM Feed)’, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) বিষয়ক কনটেন্ট পাওয়া যাবে এক জায়গায়। এটি টিকটক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে চালু করা হয়েছে, যা দেশের তরুণ প্রজন্মকে ডিজিটাল শিক্ষার আরও কাছাকাছি নিয়ে যাবে।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ফিচারটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, টিকটকের প্রতিনিধি, শিক্ষাবিদ, ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে তুলে ধরা হয় কীভাবে এই নতুন ফিড দেশের শহর, গ্রাম ও সুবিধাবঞ্চিত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ তৈরি করতে পারে।
স্টেম ফিড হলো টিকটকের একটি নির্দিষ্ট ডিজিটাল স্পেস, যেখানে শুধুমাত্র বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত-সংক্রান্ত ভিডিও দেখা যাবে। শিক্ষার্থীরা সহজেই নির্ভরযোগ্য ও স্থানীয় ভাষায় স্টেম কনটেন্ট খুঁজে পাবে। একই সঙ্গে চালু হয়েছে হ্যাশট্যাগ #STEMTok, যা ব্যবহার করে শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটররা শিক্ষামূলক কনটেন্ট তৈরি করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘বাংলাদেশের তরুণরা কৌতূহলী এবং সৃজনশীল। যদি এই সৃজনশীলতাকে আমরা কোনো নিরাপদ আর নির্ভরযোগ্য মাধ্যমের সাথে যুক্ত করতে পারি, তখন সমস্যার সমাধান এবং উদ্ভাবনের চর্চা করা সম্ভব হয়। টিকটকের স্টেম ফিডের মতো টুলস শিক্ষা গ্রহণকে আকর্ষণীয় করে তুলে এবং স্থানীয় ভাষায় মানসম্পন্ন শিক্ষা সহজেই পৌঁছে দিতে পারে।’
টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের হেড অব পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশন্স ফেরদৌস মোত্তাকিন বলেন, ‘স্টেম ফিড শিক্ষাকে আরও সহজ, আকর্ষণীয় ও নিরাপদ করবে। অভিভাবক, শিক্ষক ও নীতিনির্ধারকদের সঙ্গে কাজ করে আমরা ডিজিটাল অন্তর্ভুক্তি এবং তরুণদের ক্ষমতায়নে অবদান রাখতে চাই।’
ব্যবহারকারীর নিরাপত্তা নিশ্চিত করতে টিকটক ‘ফ্যামিলি পেয়ারিং’, ‘টাইম-এওয়ে শিডিউল’, ‘টিন নেটওয়ার্ক ভিসিবিলিটি’সহ একাধিক সেফটি ফিচার চালু করেছে।
বাংলাদেশের ডিজিটাল যাত্রায় স্টেম ফিড একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রযুক্তি প্রতিষ্ঠান, সরকার ও তরুণ নির্মাতাদের যৌথ উদ্যোগে এটি দেশের শিক্ষায় বৈষম্য কমাতে এবং পরবর্তী প্রজন্মকে উদ্ভাবনে অনুপ্রাণিত করতে ভূমিকা রাখবে।
ম্যাংগোটিভি/আরএইচ
