দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশে ১০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১২১ টাকা ৭৫ পয়সা হিসাবে যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ১ হাজার ২১৭ কোটি ৫০ লাখ টাকা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির পক্ষে সংস্থাটির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং।
এই ঋণ দেওয়া হচ্ছে ‘সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট’-এর আওতায়। প্রকল্পটির উদ্যোক্তা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আর বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক।
প্রকল্পটির মেয়াদ ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০৩০ সালের মার্চ পর্যন্ত। মূল লক্ষ্য হলো— ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে মধ্য ও স্বল্পমেয়াদি ঋণসুবিধা প্রদান করে বেসরকারি খাতে উদ্যোক্তা উন্নয়নকে উৎসাহিত করা।
এডিবির দেওয়া এই ঋণ ‘অর্ডিনারি অপারেশন (কনসেশনাল)’ শর্তে পাওয়া গেছে, যা ২৫ বছরে পরিশোধযোগ্য। এর মধ্যে ৫ বছর গ্রেস পিরিয়ড থাকবে এবং বার্ষিক সুদের হার হবে ২ শতাংশ।
১৯৭৩ সালে সদস্য হওয়ার পর থেকে বাংলাদেশে এডিবি অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। সংস্থাটি এখন পর্যন্ত বাংলাদেশ সরকারকে প্রায় ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার ঋণ এবং ৬৩৩ দশমিক ৮ মিলিয়ন ডলার অনুদান সহায়তা দিয়েছে।
এডিবি সাধারণত বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানিসম্পদ ও সুশাসন খাতে বিনিয়োগকে অগ্রাধিকার দেয়।
