দেশে আগামী ২৬ ডিসেম্বরের পর সব ধরনের অবৈধ ও অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তবে এর আগে যারা অনিবন্ধিত মোবাইল ব্যবহার করছেন, তাদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রতিষ্ঠানটি জানিয়েছে-১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে এবং স্বাভাবিকভাবেই নেটওয়ার্কে সচল থাকবে।
রবিবার (১৬ নভেম্বর) পাঠানো এক বার্তায় বিটিআরসি এ তথ্য নিশ্চিত করেছে।
বিটিআরসি জানায়, ১৬ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম চালু হচ্ছে। এর আওতায় ১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট—বৈধ, অবৈধ, ডাটাবেইজে পাওয়া যায়নি -যে অবস্থারই হোক, স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। ফলে এসব ফোন ভবিষ্যতেও নেটওয়ার্কে সচল থাকবে।
নতুন মোবাইল ফোন কেনার আগে সেটি বৈধ কি না—তা যাচাই করতে গ্রাহকদের নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
যেভাবে যাচাই করবেনঃ প্রথমে *#06# ডায়াল করে ফোনের ১৫ ডিজিটের IMEI নম্বর বের করুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন KYD IMEI নম্বর, মেসেজটি পাঠান ১৬০০২ নম্বরে। ফিরতি বার্তায় জানিয়ে দেওয়া হবে হ্যান্ডসেটটি বৈধ না অবৈধ।
NEIR–সংক্রান্ত তথ্য সেবা
NEIR বিষয়ে তথ্য জানতে গ্রাহকরা-বিটিআরসির হেল্পডেস্ক ১০০ নম্বরে ফোন করতে পারবেন। যেকোনো অপারেটরের নম্বর থেকে *16161# ডায়াল করেও তথ্য পাওয়া যাবে। মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে।
বিস্তারিত জানতে ভিজিট করা যাবে বিটিআরসির NEIR সাইট: neir.btrc.gov.bd
ম্যাংগোটিভি/আরএইচ
