ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির উদ্যোগে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু সংখ্যক মানুষ চেষ্টা করছে আমাদের ১৯৭১ সালের ইতিহাসকে ভুলিয়ে দিতে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে, একাত্তরে যুদ্ধ হয়েছিল বলেই আমরা স্বাধীন হয়েছিলাম, স্বাধীন হয়েছিলাম বলেই আজকে আমরা নতুন রাষ্ট্রের নতুন চিন্তা করতে পারছি। স্বাধীন হয়েছিলাম বলেই কিন্তু আমরা আজকে এই বাংলাদেশকে বাংলাদেশের মানুষের অবস্থার পরিবর্তন করার যে সংগ্রাম সেই সংগ্রামে অংশ নিতে পারছি।
মির্জা ফখরুল বলেন, যুবক বয়সে অংশ নেওয়া বিভিন্ন আন্দোলন ও যুদ্ধের মাধ্যমে বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, পিআর (সমানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি এই দেশে জনগণ গ্রহণ করবে না। চাপিয়ে দেয়া কোনো কিছু মানুষ মেনে নেবে না।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কমিটমেন্ট অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা চাইছে।
মির্জা ফখরুল বলেন, যে দল জনগণের আশা পূরণ করতে পারবে, সেই দল জনগণ বেছে নেবে। বিএনপি সবসময় গণতন্ত্র ও সংস্কারের পক্ষে ছিল এবং এখনো রয়েছে।
বেকার সমস্যাসহ বিভিন্ন ইস্যুতে বিদ্যমান সমস্যা সমাধানে বিএনপি ইতোমধ্যে কমিটি গঠন করে কাজ শুরু করেছে এবং ‘অনেক কাজ সম্পন্ন’ করে রাখা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব।
ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় জাগপার খন্দকার লুফুর রহমান, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের এমএন শাওন সাদিকী বক্তব্য রাখেন।
ম্যাংগোটিভি/আরএইচ
