সামাজিক উন্নয়ন ও অবকাঠামো খাতে অর্থায়নের জন্য নতুন একটি বিনিয়োগ সুকুক ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বাংলাদেশ ব্যাংক জানায়, এই সুকুকের মাধ্যমে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ২০টি উপজেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো—সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন, ঢাল রক্ষাকরণ এবং হাটবাজার ও পর্যটন এলাকা উন্নয়ন—কাজ বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইজারা পদ্ধতিতে ২,৫০০ কোটি টাকার সাত বছর মেয়াদি সুকুক ইস্যু করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত রবিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ‘শরিয়াহ্ অ্যাডভাইজরি কমিটি’র প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ।
বাংলাদেশ ব্যাংক জানায়, এই সুকুকের মাধ্যমে গ্রামীণ অবকাঠামোর পাশাপাশি পল্লী অঞ্চলের বাণিজ্যিক ও পর্যটন অবকাঠামোতেও বিনিয়োগ করা হবে। ডিসেম্বরে এর ইস্যু প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) হিসেবে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে মোট ২৪ হাজার কোটি টাকার ছয়টি সুকুক ইস্যু করেছে।
