বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চিকিৎসকদের পরামর্শে বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে; তবে বর্তমানে তিনি বিদেশযাত্রার মতো অবস্থায় নেই।
শনিবার (২৯ নভেম্বর) গুলশানে দলের কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, ‘নেত্রী এখন হাসপাতালে সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন। যুক্তরাষ্ট্র ও লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা বোর্ড গঠন করে মতামত দিয়েছেন। বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু এখনই নেওয়ার মতো অবস্থায় নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তখন সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিদেশে নেওয়ার প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, খালেদা জিয়ার ভিসা, সম্ভাব্য গন্তব্যদেশের সঙ্গে যোগাযোগ এবং এয়ার অ্যাম্বুলেন্স বিষয়ে প্রয়োজনীয় আলোচনা আগেই সম্পন্ন হয়েছে। ‘প্রয়োজন হলে নেওয়ার সিদ্ধান্ত হবে,’ বলেন তিনি।
দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘নেত্রী কিছুটা স্থিতিশীল হলে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হতে পারে।’
