রমজানকে সামনে রেখে পণ্য আমদানি নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, দেশে এখন ডলার সংকট নেই; ব্যবসায়ীরা প্রয়োজন অনুযায়ী যত খুশি আমদানি করতে পারবেন।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন–এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গভর্নর বলেন,রমজানকে কেন্দ্র করে বাজারে কোনো শঙ্কা নেই। প্রয়োজনীয় সব পণ্যের আমদানি আগের তুলনায় বেড়েছে। অতীতে অর্থপাচারের কারণে আমদানির হিসাব উল্টো দেখানো হতো, এখন প্রকৃত তথ্য দৃশ্যমান। তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলার বিনিময় হার বাজারভিত্তিক করা হয়েছে এবং এতে কাঙ্ক্ষিত ফল মিলেছে। ‘ব্যাংকিং খাতে আমদানিতে এখন কোনো সমস্যা নেই। যার সমস্যা, সেটা তার নিজের।’-যোগ করেন গভর্নর।
দেশের ব্যাংকিং খাতের সংকট নিয়ে গভর্নর আরও বলেন, আমরা ভেবেছিলাম ঋণখেলাপি হার ২০ শতাংশ হবে; কিন্তু এখন তা অকল্পনীয়ভাবে ৩৫ শতাংশে পৌঁছেছে। ধাপে ধাপে সব সমস্যা সমাধান করা হবে। তিনি জানান, বন্ড মার্কেট, স্টক মার্কেট ও ইন্স্যুরেন্স খাতের দুর্বলতা ব্যাংকগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে এবং এই আস্থাহীনতা থেকে বের হয়ে আসার ওপর তিনি জোর দেন।
গভর্নর বলেন, বাজার স্থিতিশীলতার জন্য সরকারের নীতিগত পরিবর্তন প্রয়োজন।তিনি জানান, ডিপোজিট হার ৬ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত হয়েছে। সরকারি ব্যাংকগুলো থেকে সরকারের আমানত উত্তোলন কমলে ডিপোজিট আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
অতীতে রাজনৈতিক প্রভাবের কারণেই ব্যাংক খাতে সংকট তৈরি হয়েছিল জানিয়ে গভর্নর বলেন,ভবিষ্যতে এ ধরনের হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে।
এ সময় তিনি জানান, নয়টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান দ্রুত অবসায়নের প্রক্রিয়ায় রয়েছে।
পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূত কার্যক্রম নিয়ে আহসান এইচ মনসুর বলেন, ‘সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে।’
