ভারতের রাজধানী ভয়াবহ বিস্ফোরণের পর নিরাপত্তা উদ্বেগের কারণে আবারও ভারত সফর বাতিল করেছেন ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু। চলতি বছরে এটি তার তৃতীয়বারের মতো ভারত সফর বাতিল করা।
ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০১৮ সালে ভারত সফর করা নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছিলেন। তবে নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি আগামী বছরের জন্য নতুন তারিখ নির্ধারণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
দিল্লিতে
এর আগে সেপ্টেম্বর মাসে মাত্র এক দিনের একটি নির্ধারিত সফরও বাতিল করেন তিনি। এপ্রিলেও একইভাবে আরেকটি সফর স্থগিত করেছিলেন।
প্রধানমন্ত্রী
ইসরায়েলে এই সফরকে নেতানিয়াহুর কূটনৈতিক গ্রহণযোগ্যতা প্রদর্শনের অংশ হিসেবে দেখা হচ্ছিল। সম্প্রতি তার নির্বাচনী প্রচারে মোদী, ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে তোলা ছবি ব্যবহার করা হয়, যা তার আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা নীতির গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে করা হয়েছে।
নেতানিয়াহু ২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ ভারত সফর করেন। এর আগে ২০১৭ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় সৃষ্টি করেছিল।
ম্যাংগোটিভি / আরএইচ
