জনপ্রশাসন মন্ত্রণালয় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সরকারি চাকরি থেকে অব্যাহতি দিয়েছে। চাকরিচ্যুত এ তিন কর্মকর্তা হলেন- কাজী আরিফুর রহমান, অনুপ কুমার বিশ্বাস ও নবমিতা সরকার।
বুধবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এহছানুল হকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের চাকরির অবসানের বিষয়টি জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই এ তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির সময় তারা ফরিদপুর, বগুড়া ও পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন এবং বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন।
প্রশিক্ষণ শেষ হওয়ার দিনই—বুধবার—তাদের চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪৩তম ব্যাচের এই শিক্ষানবিশ কর্মকর্তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে। আইন অনুযায়ী, শিক্ষানবিশ পর্যায়ে অযোগ্য হিসেবে বিবেচিত হলে পিএসসি’র সঙ্গে পরামর্শ ছাড়াই সরকার তাদের নিয়োগ বাতিল করতে পারে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি চাকরিকালীন সময়ে তাদের কাছে কোনো আর্থিক পাওনা থাকলে তা ‘দ্যা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, ১৯১৩’ অনুযায়ী আদায় করা হবে।
চাকরিচ্যুতির ঘটনার পর প্রশাসন কাঠামোর ভেতর এ ধরনের সিদ্ধান্ত নিয়ে নানান আলোচনার জন্ম দিয়েছে।
ম্যাংগোটিভি/আরএইচ
