আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেন। নিবন্ধনের মাধ্যমে এনসিপি এখন দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে নির্বাচন করার আইনি অনুমোদন পেল।
একই দিন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কেও নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে কমিশন। দলটির সংরক্ষিত প্রতীক নির্ধারণ করা হয়েছে ‘কাঁচি’। এনসিপির নিবন্ধন নম্বর ৫৮ এবং সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর নিবন্ধন নম্বর ৫৯।
ইসি সচিব জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধনের শর্ত পূরণ করায় দুই দলকে তালিকাভুক্ত করা হয়েছে।
সাত দলের আবেদনে পুনর্বিবেচনা
নিবন্ধনের জন্য মোট ১৪৩টি আবেদন পাওয়ার পর ইসি ১২১টি দলকে বাদ দেয়। তবে আম-জনতার দল, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, গণতান্ত্রিক পার্টি, জাসদ (শাহজাহান সিরাজ), জাতীয় জনতা পার্টি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও জনতার দলসহ সাতটি দলের আবেদন পুনর্বিবেচনায় নেওয়া হয়েছে। এদের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন।
আম-জনগণ পার্টির নিবন্ধন স্থগিত
ডেসটিনি গ্রুপের রফিকুল আমিন সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় আম-জনগণ পার্টির নিবন্ধন আপাতত আটকে রাখা হয়েছে।
ইসি সচিব বলেন, তিন দলের বিষয়ে দাবি-আপত্তি আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এর মধ্যে আম-জনগণ পার্টি নিয়ে কিছু আপত্তি এসেছে। কিন্তু এনসিপি ও সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর ক্ষেত্রে কোনো আপত্তি না থাকায় এই দুই দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আম-জনগণ পার্টির বিষয়ে পরে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
ম্যাংগোটিভি/আরএইচ
