জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারাদেশে আদালত ও থানায় এখন পর্যন্ত ৫৮৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে আরও ৪টি মামলা। বিভিন্ন অভিযোগে শেখ হাসিনাকে নির্দেশদাতা, হুকুমদাতা ও পরিকল্পনাকারী হিসেবে আসামি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মোট মামলার মধ্যে ৩২৪টি হত্যা মামলা, আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা রয়েছে ৬টি। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমা পড়েছে অর্ধশতাধিক অভিযোগ, যার মধ্যে বিএনপিনেতা সালাহউদ্দিন আহমেদ, সুখরঞ্জন বালি, মাইকেল চাকমাসহ বিভিন্ন পক্ষের অভিযোগ রয়েছে। সেগুলো যাচাই-বাছাই চলছে, সত্যতা মিললে নতুন মামলা হবে।
শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয় গত বছরের ১৩ আগস্ট, আবু সাঈদ হত্যার অভিযোগে। বর্তমানে ঢাকাসহ সারাদেশে মামলা দায়ের অব্যাহত রয়েছে।
পুলিশ সদরদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর জুলাই-আগস্টের সহিংসতার ঘটনায় সারাদেশে দায়ের হয়েছে ১ হাজার ৬১২টি মামলা— যার মধ্যে ৫৯৯টি হত্যা মামলা এবং অন্যান্য অভিযোগে মামলা ১,০১৩টি। এসব মামলার উল্লেখযোগ্য অংশেই আসামি হিসেবে রয়েছেন শেখ হাসিনা।
সম্প্রতি আদালত অবমাননার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়।
বিচার প্রক্রিয়া নিয়ে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন-নিঃসন্দেহে স্বচ্ছ ও স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার চলছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টাকে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়ভাবে প্রতিহত করবে।
তবে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেন-যদি কখনো রাজনৈতিক পট পরিবর্তন হয় এবং আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে, তাহলে এই রায় টিকবে না। যেমন ক্ষমতা বদলে ড. মুহাম্মদ ইউনূসের সব মামলা বাতিল হয়েছিল।
তিনি আরও বলেন, রায় কী হলো বা সাজা হলো কি না-এটা গুরুত্বপূর্ণ নয়; তিনি এই বিচারকে গুরুত্ব দিচ্ছেন না। সূত্র: সমকাল
